পাঁচদিন পর আখাউড়া চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ১৬:০৫
পাঁচ দিন বন্ধ থাকার পর আবারও যাত্রী পারাপার শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে। সোমবার বেলা ১২টার দিকে দুই দেশের যাত্রী পারাপারের বিষয়টি নিশ্চিত করেন ইমিগ্রেশন কর্মকর্তা।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে গত ২১ আগস্ট আখাউড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়। তলিয়ে যায় আখাউড়া ইমিগ্রেশন ভবনও। এতে ইমিগ্রেশন সার্ভার ও কম্পিউটার লাইনে পানি প্রবেশ করে। পানি কমার পর লাইন চালু করতে গেলে সার্ভারে সমস্যা দেখা দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ঢাকা থেকে আইটি এক্সপার্ট টিম এসে সার্ভার পুরোপুরি চালু করলে যাত্রী পারাপার স্বাভাবিক হয়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ খাইরুল আলম বলেন, ‘বন্যার পানি সরে গেলেও কারিগরি ত্রুটির কারণে যাত্রী পারাপার শুরু করা যাচ্ছিল না। ঢাকা থেকে কারিগরি দল এসে ত্রুটি সারালে সোমবার দুপুর থেকে যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়েছে।’