বন্যার্তদের সহায়তায় কৃষক হাটের শ্রমজীবীরা

ফাইল ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ১৯:১৩
দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাধ্যমতো বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবার অর্থ সংগ্রহ করে বানভাসিদের পাশে দাঁড়ালেন ফরিদপুরের কৃষক হাটের কয়েকশ শ্রমজীবী।
সোমবার সরকারি রাজেন্দ্র কলেজের ত্রাণ সংগ্রহ বুথে শ্রমজীবীরা এ অর্থ প্রদান করেন। এ সময় শ্রমজীবীদের পক্ষ থেকে তোলা ১৩ হাজার ৭০০ টাকা ও ছয়টি নতুন লুঙ্গি বানভাসিদের জন্য দেওয়া হয়। কলেজের ত্রাণ সংগ্রহ বুথের স্বেচ্ছাসেবীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু বলেন, কৃষক হাটের শ্রমজীবীদের হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা দান করলেন বন্যার্তদের জন্য। এটা সত্যিই প্রশংসনীয়। এমন ক্রান্তিকাল না এলে বোঝা যেত না, নিম্ন আয়ের মানুষও দেশ ও দেশের মানুষকে কতটা ভালোবাসে।
ইতু বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বানভাসিদের পাশে দাঁড়াচ্ছেন। এমন অনেকে আছেন, যারা আড়াল থেকেও সহযোগিতা করে যাচ্ছেন। এটি দেশের মানুষের জন্য অনুপ্রেরণা।
- বিষয় :
- বন্যার্তদের সহায়তা
- ফরিদপুর