পদ্মায় পানি কমেছে

ফাইল ছবি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪ | ১৫:৫৯
ফারাক্কা ব্যারাজের সবগুলো গেট ভারত খুলে দিলেও পদ্মা নদীতে পানি বাড়েনি। ভারতের গঙ্গা নদীতে থাকা ফারাক্কা বাঁধের সব গেট সোমবার খুলে দেয়ার পরও কমছে পদ্মার পানি।
গেট খুলে দেওয়ার খবরে রাজবাড়ীসহ পদ্মাপাড়ের সব অঞ্চলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট পয়েন্টে পানির উচ্চতা ৮ দশমিক ২০ মিটার হলে বিপদসীমা ধরা হয়। বর্তমানে পদ্মানদীর এই পয়েন্টে পানির উচ্চতা রয়েছে ৬ দশমিক ৯০ মিটার। পদ্মার পানি বিপদসীমা স্পর্শ করতে এখনো ১ মিটারেরও বেশি বাড়তে হবে। উল্লেখ্য, চলতি বছর জুলাই মাসের মাঝামাঝিতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছিল।
পানি উন্নয়ন বোর্ডের গোয়ালন্দ ঘাট পয়েন্টের পানি পরিমাপক মো. ইদ্রিস আলী জানান, সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত পদ্মা নদীর গোয়ালন্দ ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে।
তিনি আরও জানান, এখানে ফারাক্কা খুলে দেয়ার প্রভাব সাধারণত দুইদিন পরে পরিলক্ষিত হয়। কারণ পানি আসতে কিছুটা সময় লাগে।
- বিষয় :
- পদ্মা নদী
- ফারাক্কা ব্যারেজ
- ফারাক্কা বাঁধ
- গঙ্গা
- ভারত