বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলমের দুর্নীতি অনুসন্ধানে দুদক

মো. শাহে আলম- ফাইল ছবি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১২:১৩
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৬ আগস্ট) কমিশন এ সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্র জানায়, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকার টিকিটে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
- বিষয় :
- বরিশাল-২
- বানারীপাড়া
- উজিরপুর
- দুদক
- দুদকের অনুসন্ধান