মানিকছড়িতে সেনাবাহিনীর শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির মানিকছড়িতে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। ছবি: সমকাল
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১৬:৩৪
খাগড়াছড়ির মানিকছড়িতে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। পার্বত্যঞ্চলে ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ছুদুরখীল এলাকায় বন্যা ও পাহাড় ধসের কবলে পড়া অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে বাহিনীর সদস্যরা।
বুধবার সকালে ছুদুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা উপস্থিত থেকে চাল, ডাল, আটা, তেলসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার ও ত্রাণ সমাগ্রী প্রদান করেন।
এ সময় তিনি বলেন, দেশের যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িছে দিয়েছে। অতীতের ন্যায় আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। বিতরণকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সেনাবাহিনী
- ত্রান সামগ্রী বিতরণ
- বন্যা