ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

ছবি- সংগৃহীত
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১৭:৫৮
ফরিদপুরের মধুখালীতে নয় বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাখাওয়াত শেখ সাকু (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনার পরই শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই অভিযুক্তকে আটক করা হয়।
বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন।
পারিবারিক ও মামলার তথ্য মতে জানা গেছে, মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দী গ্রামে শিশুর নানা বাড়িতে মঙ্গলবার দুপুর ১টার দিকে ফাঁকা ঘরে নিয়ে একই গ্রামের মৃত ডা. আব্দুল গফুর শেখের ছেলে শাখাওয়াত শেখ সাকু ধর্ষণ করে। শিশুটির চিৎকারে অন্য ঘরে অবস্থানরত শিশুর মামী ঘরে প্রবেশ করলে ধর্ষক পালিয়ে যান।
মধুখালী সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মুহাম্মাদ আরিফ হোসেন জানান, শিশুটিকে মধুখালী সদর হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের আলামত অধিকতর নিশ্চিত হওয়া ও আলামত সংগ্রহসহ শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।