যুবককে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

ফাইল ছবি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১৮:৪৮
নওগাঁর রাণীনগরে শহিদুল ইসলাম তুহিন নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। তুহিনের স্ত্রী রানী বিবি বাদী হয়ে ৬ জনের নামে এবং ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে এই মামলা করেন। মামলায় আটক নাফিজকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার নাফিজ ওরফে সাদিক তার বন্ধুদের নিয়ে আবাদপুকুর স্কুল গেটের সামনে মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। নিষেধ করায় শহিদুল ইসলাম তুহিনের সঙ্গে তাদের বিরোধ বাঁধে। বুধবার সকাল সাড়ে ৯টায় ফের তারা স্কুল গেটের কাছে গেলে তুহিন তাদের নিষেধ করে। এর জের ধরে নাফিজ ধারালো ছুরি দিয়ে তুহিনের বুক-পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় জিয়ারুল ইসলাম নান্নু ও সাফি তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। এ সময় স্থানীয়রা নাফিজকে ধারালো ছুরিসহ আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
গুরুতর আহত তুহিনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ জানান, আটক নাফিজকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
- বিষয় :
- যুবককে ছুরিকাঘাত
- মামলা
- নওগাঁ
- রাণীনগর