ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বজ্রপাতে জেলের মৃত্যু

বজ্রপাতে জেলের মৃত্যু

ফাইল ছবি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ২০:০৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছ ধরতে যাওয়ার সময় বজ্রপাতে মোহাম্মদ জাফর আহমদ (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাঁর মরদেহ পাওয়া যায়।

নিহত জেলে উপজেলার শীলকূপ ইউনিয়নের মোয়াজ্জিনপাড়ার কবির আহমদের ছেলে। পাঁচ সন্তানের বাবা জাফর আহমদ মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। বুধবার রাতে বৃষ্টির মধ্যে মাছ ধরার উপকরণ পলো নিয়ে বের হলে বজ্রপাতের কবলে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শী বদি আলমের ভাষ্য, ‘আমি ভোরে বের হলে একটি বাতি জ্বলতে দেখে এগিয়ে গিয়ে দেখি, জাফর পড়ে আছে। তার হাতে ধরা টর্চলাইট জ্বলছিল। পাশে মাছ ধরার পলো পড়ে আছে।’ 

স্থানীয় বাসিন্দাদের ধারণা, বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের কিছু অংশ ঝলসে গেছে। স্থানীয় ইউপি সদস্য আশিক হোসেন চৌধুরী বলেন, বুধবার রাতে তাঁর এলাকার জাফর আহমদ পলো নিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন। তাঁর শরীরের অংশবিশেষ ঝলসে গেছে বলে নিশ্চিত করেছেন তিনি।
 

আরও পড়ুন

×