ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাপের কামড়ে শিশুর মৃত্যু

সাপের কামড়ে শিশুর মৃত্যু

ফাইল ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪ | ১৮:২৪

চার বছরের শিশু তাবিহা ১৮ মাস বয়সী ছোট ভাই ফয়জুল্লা ফারহান আরাবিকে নিয়ে ঘরের সামনে উঠানে খেলা করছিল। এ সময় পাশে জমি থেকে বিষাক্ত সাপ উঠে এসে ফয়জুল্লাহকে দংশন করে চলে যায়। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে ঘর থেকে বেরিয়ে আসে মাসহ পরিবারের লোকজন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামে। খবর পেয়ে ছেলেকে শেষবারের মতো দেখতে শুক্রবার সকালে দেশে ফিরে আসেন ওমান প্রবাসী বাবা আলতাফ হোসেন। এ সময় তাঁর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত শিশুর মামা মোহাম্মদ রাহাত বলেন, বসতঘরের সামনে উঠানে দুই ভাগনে-ভাগনি খেলা করছিল। সেখানে বিষাক্ত সাপ ভাগনেকে কামড়িয়ে চলে যায়। ওমান প্রবাসী দুলাভাই শুক্রবার সকালে দেশে এসে ছেলেকে দেখার পর কান্নার ভেঙে পড়েন। পরে পরিবারের লোকজন শিশুর দাফন সম্পন্ন করেন।


 

আরও পড়ুন

×