ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১৪

রাজশাহীর পদ্মা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে নিখোঁজ চার শ্রমিকের সন্ধান গত ২৪ ঘণ্টায়ও মেলেনি। ধারনা করা হচ্ছে, তারা সবাই ডুবে মারা গেছে ও লাশ স্রোতে টেনে নিয়ে গেছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পবা উপজেলার চর মাঝারদিয়ার এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, চর মাজারদিয়ারের এনামুলের ছেলে রাজু (২২), খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮), এন্তাজুলের ছেলে সবুজ (১৯) ও আবুল কালামের ছেলে ফারুক হোসেন (২০)। গতকাল সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর তল্লাশি চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি।

চর মাঝারদিয়া ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, চর মাজারদিয়ার গ্রামের ১৬ জন শ্রমিক মিডিল চরে টমেটোর জমিতে কাজ করতে গিয়েছিলো। তারা রোববার সন্ধ্যায় একটি নৌকায় ফিরছিলো। ওই সময় বৃষ্টি হচ্ছিল ও হালকা ঝড়োহাওয়া ছিল। নৌকাটি চর মাজারদিয়ার ঘাটের কাছে এসেই ডুবে যায়। এ সময় ১২ জন ঘাটে উঠতে পারলেও চারজন ডুবে যান। তারা সাঁতার জানতেন না। 

তিনি বলেন, ঘটনাস্থলের ৩০০ গজ দূরেই ভারতীয় সীমান্ত। আমাদের ধারণা তাদের চারজনের কেউই আর বেঁচে নেই।  

এদিকে রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, পদ্মা এখন ভরা নদী। উত্তাল ঢেউ ও স্রোত থাকায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের হয়তো স্রোতে টেনে নিয়ে গেছে। 
 

আরও পড়ুন

×