ধামইরহাটে যুবদলনেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকা লুট

সোমবার দিবাগত রাতে পৌর সদরের মঙ্গলকোঠা গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ছবি: সমকাল
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:০৬
নওগাঁর ধামইরহাটে যুবদল সম্পাদক কুদ্দুস আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সোমবার দিবাগত রাতে পৌর সদরের মঙ্গলকোঠা গ্রামে এই ঘটনা ঘটে।
কুদ্দুস আলীর পিতা বাচ্চু মণ্ডল জানান, রাত ১টার দিকে বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে বাহিরে যাওয়ার জন্য দরজা খুললে ওঁত পেতে থাকা ডাকাতদলের ৪-৫ জন তার মুখ চেপে ধরে হাত বেঁধে অস্ত্রের মুখে মাঠে নিয়ে যায়। আরেকদল বাড়িতে প্রবেশ করে গামছা দিয়ে পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সম্পাদক কুদ্দুস আলীকে হাত, মুখ ও চোখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় কুদ্দুস আলীর বোন ছুম্মা (২২) ও ভগ্নীপতি সাকিবকেও (২৬) বেঁধে জিম্মি করে এবং কুদ্দুস আলীর সাব বাক্স থেকে জমি বিক্রির ৩ লক্ষ টাকা, প্লাস্টিকের ড্রাম থেকে ২ লক্ষ টাকা এবং কুদ্দুস আলীর স্ত্রী মিতুর ৪ আনা ওজনের স্বর্ণের চেইন ডাকাতদল নিয়ে যায়।
ধামইরহাট থানার ওসি তদন্ত হাবিবুর রহমান বলেন, সেনাবাহিনীসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি, লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করব।