ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১০ বছর আগে গুলিতে নিহত

সাবেক আইনমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সাবেক আইনমন্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১৯

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ ১০ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় হত্যা মামলা করা হয়েছে। গত মঙ্গলবার এ অভিযোগ করা হলেও গতকাল পর্যন্ত এটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। 

২০১৪ সালে উপজেলা নির্বাচন চলাকালে হাদিস মিয়া নামে এক যুবক গুলিতে মারা যাওয়ার ঘটনায় নিহতের ভাই ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মো. বাহার এ অভিযোগ করেছেন। মামলায় অজ্ঞাত আরও ২-৩শ ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

২০১৪ সালের ২৩ মার্চ বিকেলে উপজেলা পরিষদের ভোট চলাকালে আখাউড়া পৌর এলাকার তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে হাদিস মারা যান। ওই সময় বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, ভোটকেন্দ্র দখলে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হয়। তাই বিজিবি গুলি চালিয়েছিল। তবে নিহতের পরিবারের দাবি, বিনা কারণেই হাদিসের ওপর গুলি চালানো হয়।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ সোহেল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ও যাচাই-বাছাই করে মামলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×