গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

নিহত শিক্ষকের ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৪২ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৪৪
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের পূর্ণেন্দু বিশ্বাসের ছেলে। ফরিদপুর জেলার সদরপুরে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন তিনি।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা মাদ্রাসার কাছে দুর্ঘটনার শিকার হন তিনি।
কাশিয়ানী থানার এসআই তুষার মির্জা মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ওই শিক্ষক কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদ্রাসার কাছে পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত একটি বাস কানাই বিশ্বাসের মোটর সাইকেলে ধাক্কা দেয়। তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সংকটজনক অবস্থায় কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
- বিষয় :
- গোপালগঞ্জ
- সড়ক দুর্ঘটনায় নিহত