মেহেদির রং না মুছতেই লাশ নববধূ
পরিবারের দাবি হত্যা

ফাইল ছবি
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১৬
মাত্র ১৫ দিন আগে বিয়ে হয়েছিল। এখনও হাতের মেহেদির রং মোছেনি। এরই মধ্যে আফসানা খানমকে চলে যেতে হলো না ফেরার দেশে। পরিবারের সদস্যদের দাবি, তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের পরই বোঝা যাবে– হত্যা, না আত্মহত্যা।
বৃহস্পতিবার লোহাগড়ার দেবী গ্রাম থেকে নববধূ আফসানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আফসানা ওই গ্রামের মো. বাহারুলের স্ত্রী। তিনি শুলুটিয়া গ্রামের কুবাদ মোল্লার মেয়ে।
অভিযোগ থেকে জানা গেছে, দেবী গ্রামের ইদ্রিস শেখের ছেলে মো. বাহারুলের সঙ্গে বিয়ে হয় আফসানার। বিয়ের আগে শ্বশুরবাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক চাওয়া হয়। সেই টাকার জন্য স্বামী-শাশুড়ি খোটা দেওয়া শুরু করে। সেই টাকার জন্যই আফসানাকে জীবন দিতে হলো বলে দাবি পরিবারের।
আফসানার বোন বলেন, মৃত্যুর খবর পেয়ে দেবী গ্রামে যান তারা। ওই সময় আফসানা হত্যার বিচার দাবি করলে গ্রামের লোকজন তাদের ওপর চড়াও হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা, নাকি আত্মহত্যা– জানা যাবে। ঘটনার পর থেকে নববধূর স্বামী ও তাঁর পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।