ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মামলা দিয়ে মাদ্রাসা শিক্ষকদের হয়রানির অভিযোগ

মামলা দিয়ে মাদ্রাসা শিক্ষকদের হয়রানির অভিযোগ

ফাইল ছবি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার উন্নয়নে বাধা সৃষ্টি এবং শিক্ষক-কর্মচারীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শুক্রবার সকালে ওই মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার মাদ্রাসার শিক্ষক-কর্মচারীসহ অর্ধশত অভিভাবক অংশ নেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিববুল্লাহ, সাবেক অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, গভর্নিং বডির সাবেক সদস্য আমিনুল হক, অফিস সহকারী রাবেয়া বেগম। বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মোস্তফা ও মো. জাকারিয়া দীর্ঘদিন ধরে মাদ্রাসার উন্নয়নমূলক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করে আসছেন। এ ছাড়া ওই দুই শিক্ষক মিথ্যা মামলা দিয়ে শিক্ষক-কর্মচারীকেও হয়রানি করে চলেছেন। সম্প্রতি মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডারে কাজ পাওয়া ঠিকাদার কলেজ প্রাঙ্গণে নির্মাণ সামগ্রী আনেন। কিন্তু দুই শিক্ষকের বাধার কারণে ঠিকাদার মালপত্র নিয়ে চলে যান। বর্তমানে শ্রেণিকক্ষ না থাকায় পাঠদানে সমস্যা হচ্ছে। 

অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষক জাকারিয়া বলেন, তিনি যখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন তখন অনিয়মের বিরুদ্ধে কথা বলায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সাবেক অধ্যক্ষ ও তাঁর ছেলে বর্তমান অধ্যক্ষ। তারা তাদের অপকর্ম ঢাকতে তাঁর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর আবুল খায়ের বলেন, ওই মাদ্রাসায় অধ্যক্ষের দায়িত্ব নিয়ে দুই শিক্ষকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। 


 

আরও পড়ুন

×