‘নদী টিকে লালনে জলাশয় টিকে পরিচর্যায়’

ময়মনসিংহের কাচারীঘাট এলাকায় ব্রহ্মপুত্রপাড়ে শুক্রবার কবিতা ও গানে মৃত নদের স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক অঙ্গনের লোকজন সমকাল
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ০০:১৫
এক বুক দুঃখ নিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদ। যখন চারদিকে অথৈ পানি, তখন যোগ হয় নতুন পানির তোড়জোড়। ডাকাতেরা পাঠিয়ে দেয় বন্যার স্রোত। নদীর জীবন্ত সত্তাকে টিকিয়ে রাখতে দখলে নয়; বরং নদী টিকে লালনে, জলাশয় টিকে পরিচর্যায়। তাই নদীগুলোকে ফিরিয়ে দিতে চাই তার পুরোনো সীমানা। দখল ও শাসনমুক্ত ঋতু যৌবন। এভাবেই কথা, কবিতা ও গানে মৃত ব্রহ্মপুত্র নদের স্মৃতিচারণ করেন ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের লোকজন।
গতকাল শুক্রবার বিকেলে এমনি প্রতিবাদ নিয়ে ময়মনসিংহের কাচারীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে জড়ো হন তারা। এ সময় কবি শামীম আশরাফ বলেন, ‘নদীখেকো যারা, নদী খননের নামে কোটি কোটি টাকার বাণিজ্য করে। নদীর গতিপথকে যারা বদলে দেয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ সুন্দর শূন্য কিলোমিটারের আয়োজনে স্মরণসভা চলে বিকেল থেকে সন্ধ্যা অবধি।
২ হাজার ৭৬৩ কোটি টাকার একটি পাঁচ বছর মেয়াদী প্রকল্পের আওতায় ২০১৯ সালের জুলাই মাসে নদের খনন শুরু করে বিআইডব্লিউটিএ। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। তবে এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ২৬ শতাংশ। প্রকল্পটির আওতায় ময়মনসিংহের গফরগাঁওয়ের টোক থেকে জামালপুরের পোল্যাকান্দি পর্যন্ত ২২৭ কিলোমিটার নদ খনন করার কথা।
- বিষয় :
- নদীরক্ষা