ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীর শরীরে বিষ পুশের চেষ্টা

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তরুণীর শরীরে বিষ পুশের চেষ্টা

ফাইল ছবি

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:২৮ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৪৬

পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর শরীরে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আরিফ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার বিকেলে তরুণীর বাবা বাদি হয়ে আরিফ হোসেন ও তার বাবার নামে নেছারাবাদ থানায় অভিযোগ করেছেন। 

অভিযোগ থেকে জানা গেছে, বানারীপাড়ার উপজেলার বাইশারী গ্রামে সাইদুল ইসলামর ছেলে আরিফ হোসেন ভুক্তভোগী তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে আরিফ স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানা ইউনিয়নের খায়েরকাঠি গ্রামে আসেন। এসময় তিনি ওই তরুণীর বাড়ির সিঁদ কেটে প্রবেশ করে এবং সিরিঞ্জে ভরে রাখা বিষ ঘুমন্ত তরুণীর শরীরে পুশ করার চেষ্টা করে। টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। আরিফ হোসেন বিষ ভরা সিরিঞ্জ ও তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে পালিয়ে যান। পরে ওই তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এদিকে ঘটনার পর থেকে আরিফ হোসেন ভুক্তভোগী তরুণীর পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে। অব্যাহত হুমকির কারণে পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তাদের। 

এ বিষয়ে নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×