ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মামলা তুলে না নিলে ২৪ ঘণ্টার মধ্যে হত্যা : বাদীকে হুমকি 

মামলা তুলে না নিলে ২৪ ঘণ্টার মধ্যে হত্যা : বাদীকে হুমকি 

ফাইল ছবি

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১৪ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১৪

ভান্ডারিয়ায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১২ জনের নামে ও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন। মামলার পর থেকে হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে মামলা তুলে না নিলে পরিবারসহ হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন দেলোয়ার। 

উপজেলার নদমূলা গ্রামের দেলোয়ার হোসেন তালুকদার রড-সিমেন্টের ব্যবসা করেন। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একই গ্রামের আবুল বশার রিপন হাওলাদার, রায়হান হাওলাদার, জুলফিকার হাওলাদার, জহিরুল হাওলাদার, শাকিব হাওলাদারসহ  ১৫-১৬ জন তাঁর দোকান সিজল এন্টারপ্রাইজ লুটপাট চালান। তারা দোকানের সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। প্রাণে বাঁচতে দেলোয়ার দৌড়ে বাড়ির দিকে যান। উঠানে পৌঁছানোর পর তারা ধরে ফেলে। এরপর বেধড়ক মারধর করে। ধারালো অস্ত্রের আঘাতে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি। এতেও ক্ষান্ত হননি হামলাকারীরা। বাড়িতে ঢুকে ফ্রিজ, টিভিসহ আসবাব ভাঙচুর করে। গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

দেলোয়ার তালুকদার জানান, কিছুটা সুস্থ হওয়ার পর ২৭ আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করি। আদালতের নির্দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৬ আগস্ট মামলা রেকর্ড করেন। এর পর থেকে আসামিরা হুমকি দিচ্ছেন। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। তাই থানায় সাধারণ ডায়েরি করেছি। 

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান জানান, আদালতের নির্দেশে নিয়মিত মামলা হয়েছে। তদন্ত চলছে। হুমকির অভিযোগ পেয়েছি। এ বিষয়টিও তদন্ত করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
 

আরও পড়ুন

×