ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বরিশালে গ্রেনেড সদৃশ বস্তু, এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী

বরিশালে গ্রেনেড সদৃশ বস্তু, এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী

ছবি-সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০৫ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৩০

বরিশাল নগরের সার্কুলার রোডে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে গ্রেনেড সদৃশ বস্তু পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতাকর্মী জনী হেলা সোমবার সকালে ঘাস কাটতে গিয়ে সেটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
বিকেল সাড়ে ৩টায় জানা যায়, শেখ হাসিনা সেনানিবাসের বিস্ফোরক বিশেষজ্ঞ দল পৌঁছার পর বস্তুটি উদ্ধার করা হবে।
 
পরিচ্ছন্নতাকর্মী জনী হেলা জানান, সকাল ৯টায় তিনি ঘাস কাটতে গিয়ে ওই বস্তুটি দেখতে পান। হিন্দি সিনেমায় এমন বস্তুটি তিনি আগে দেখেছেন। সেই অনুমানে বুঝতে পারেন এটি বোমা জাতীয় কিছু হবে। পরে মেইল প্রসেসিং সেন্টারের পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার ৯৯৯ এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি ফারুক হোসেন বলেন, সেনাবাহিনীর মেজর রাশেদ ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটি শক্তিশালী বোমা জাতীয় কিছু হতে পারে বলে ধারনা করছেন। এটি দেখতে গ্রেনেড আকৃতির হওয়ায় অনেকে গ্রেনেড বলে ধারনা করছেন। সেনাবাহিনীর বোম ডিজপোজাল ইউনিট পৌঁছার পর এটি উদ্ধার করা হবে।

আরও পড়ুন

×