ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চার দিনেও সন্ধান মেলেনি কদরুল হাসানের

চার দিনেও সন্ধান মেলেনি কদরুল হাসানের

কদরুল হাসান। ছবি: সংগৃহীত

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:০৬ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:০৮

চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খুলনার কদরুল হাসানের। এত দুশ্চিন্তায় তার পরিবারের সদস্যরা। দ্রুত তার সন্ধানের দাবিতে আজ সোমবার মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার নিখোঁজের ঘটনায় থানায় দুটি জিডি হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ বিকেল ৫টায় নগরীর ময়লাপোতা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক আয়মান আহাদ, মিনহাজুল আবেদীন সম্পদ, সাজ্জাদুল ইসলাম আজাদ, আল শাহরিয়ার, আহাম্মদ আমীন রাহাত, রাফসান জানি, যুবায়ের, কদরুল হাসানের স্ত্রী সাঈদা খাতুন প্রমুখ।

কদরুল হাসানের স্ত্রী সাঈদা খাতুন বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে আমার স্বামী বাসা থেকে বের হয়। ওইদিন সন্ধ্যা ৭টার সময় তার সঙ্গে মোবাইল ফোনে আমার কথা হয়। তখন সে জানায়, আমি বন্যার্তদের জন্য ত্রাণের কাজে ব্যস্ত আছি। দ্রুত বাসায় ফিরব। পরবর্তীতে সে বাসায় ফেরেনি। রাত ১১টায় আমি তাকে ফোন দিলে এক বার তার ফোনে কল যায়। কিন্তু কল রিসিভ করেনি। তারপর থেকে নম্বর বন্ধ। অনেক খোঁজাখুঁজি করেও আমার স্বামীর কোনো সন্ধান পাইনি। এরপর থেকে আমরা পরিবারের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করেছি। সম্ভাব্য সব স্থানে তাকে খুঁজেছি। কিন্তু কোনো সন্ধান পাইনি। গত ৬ সেপ্টেম্বর প্রথমে সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করি। এছাড়া হারিয়ে যাওয়ার ঘটনাস্থল খুলনা থানা এলাকা হওয়ায় রাতে আবার পুলিশের পরামর্শে খুলনা থানায় আরেকটি জিডি করি। এখনও তার সন্ধান না পাওয়ায় পরিবারের সকলেই উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামী খুলনার খালিশপুরের সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের ছাত্র। পাশাপাশি শেখপাড়া এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম চাকরি করে।’

এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা কদরুল হাসানকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুত তার সন্ধান পাব।’

আরও পড়ুন

×