ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

ফাইল ছবি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:১২

নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

স্টেশনমাস্টার কামরুন্নাহার জানান, রেলওয়ে স্টেশন গেটসংলগ্ন আপ সিগন্যালের পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী (৪৫)। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


 

আরও পড়ুন

×