অবহেলায় রোগীর মৃত্যু, তিন সদস্যের তদন্ত কমিটি

ফাইল ছবি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩৩
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোববার সাপে কাটা এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
অভিযোগ থেকে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টায় চরফ্যাসন উপজেলার কলমি ইউনিয়নের আনজুর হাটের ওবায়দুল্লাহ কামালের স্ত্রী মহিমা খাতুনকে সাপে কাটে। রাত সাড়ে ৩টার দিকে তাঁকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জুনায়েদ ও নার্স তাঁকে ভর্তি করে রক্ত পরীক্ষা করতে দেন। এ সময় প্রাথমিক চিকিৎসা না দিয়ে রোগীকে ফেলে রাখা হয়। রোগী সুস্থ হয়ে যাবেন বলেও আশ্বস্ত করা হয়। এক পর্যায়ে মহিমার শ্বাসকষ্ট শুরু হয়। গলা ভারী হয়ে ওঠা ও কয়েকবার বমি করেন তিনি। এ অবস্থার কথা জানানোর পরও চিকিৎসক ব্যবস্থা না নিয়ে উল্টো খারাপ ব্যবহার করেন। রোববার সকাল ৯টায় মহিমার মৃত্যু হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী জানান, কর্তৃপক্ষের নির্দেশে ডা. কামরুজ্জামান, ডা. শুভ প্রসাদ দাস ও আবাসিক মেডিকেল অফিসার তায়েবুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ভুল চিকিৎসায় মৃত্যু
- অভিযোগ
- তদন্ত কমিটি গঠন
- ভোলা