ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নারী বন্ধুসহ তরুণকে আটক করে চাঁদা দাবি, দুই তরুণ গুলিবিদ্ধ

নারী বন্ধুসহ তরুণকে আটক করে চাঁদা দাবি, দুই তরুণ গুলিবিদ্ধ

ছবি: প্রতীকী

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:৪৬

ফরিদপুরের আলফাডাঙ্গায় নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে দুই তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাতলাসুর স্বপ্ননগরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সামিউল ইসলাম অপি (১৮) নামে এক তরুণকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। অপি উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাংগা গ্রামের ওহিদুর রহমানের ছেলে।

গুলিবিদ্ধরা হলেন– উপজেলার গোপালপুর ইউনিয়নের মফিদুল ইসলামের ছেলে হাফিজুর রহমান (২০) মাহাফুজের ছেলে খাইরুল ইসলাম (২১)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সাকিব নামে এক তরুণ তার নারী বন্ধুকে নিয়ে কাতলাসুর স্বপ্ননগরের একটি কফি হাউজে ঘুরতে যান। এ সময় সেখানে ঘুরতে যাওয়া ৫-৬ জন তরুণের একটি গ্রুপ তাদের আটক করে চাঁদা দাবি করে। এ সময় সাকিব কৌশলে তার বন্ধুদের ফোন করে ঘটনাস্থলে আসতে বলে। পরে কয়েকজন তরুণ সেখানে উপস্থিত হয়ে চাঁদাবাজদের ঘেরাও করে। এ সময় চাঁদাবাজরা অস্ত্র বের করে গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় সাকিবের দুই বন্ধু হাফিজুর ও খাইরুল গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, ধারণা করা হচ্ছে, নারীঘটিত বিষয় নিয়ে কিছু তরুণের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 


 

আরও পড়ুন

×