ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘শামীম ওসমান অন্ধকারে বোরকা পরে পালিয়েছেন’

‘শামীম ওসমান অন্ধকারে বোরকা পরে পালিয়েছেন’

শামীম ওসমান। ফাইল ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ০১:২৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:৫২

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান তাঁর কর্মী-সমর্থকদের ফেলে রেখে ৫ আগস্ট রাতের অন্ধকারে বোরকা পরে পালিয়েছেন। ২০০১ সালেও কর্মীদের রেখে রাতের আঁধারে বোরকা পরে পালিয়েছিলেন তিনি।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, ২০০১ সালে পালানোর পর ফিরে এসে শামীম ওসমান সিংহের গর্জন দিয়ে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস, চাঁদাবাজির রামরাজত্ব কায়েম করেছেন। ছাত্র-যুবকের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। বক্তব্যে বড় বড় কথা বলতেন। বিএনপিকে পিষে মারার হুমকি দিতেন। তখন আমি বলেছিলাম, তিনি আবারও বোরকা পরে পালাবেন। তিনি আরও বলেন, যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মাদ ইকবাল হোসেন, আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, আইয়ুব আলী মুন্সী, সাইফুল ইসলাম ছাদু, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম প্রমুখ।

আরও পড়ুন

×