ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

লিবিয়ায় পাচারের শিকার

যশোরের আব্দুস সালামকে উদ্ধার করল পিবিআই

যশোরের আব্দুস সালামকে উদ্ধার করল পিবিআই

উদ্ধার করা আব্দুস সালামসহ পিবিআই কর্মকর্তারা। ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৩৯

লিবিয়ায় পাচারের শিকার সৈয়দ আব্দুস সালামকে (৪২) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দেশে ফেরার পররোববার যশোরের মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে তাঁর জবানবন্দি নেওয়া হয়। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের মৃত সৈয়দ তোজাম্মেল হোসেনের ছেলে।

পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, সৈয়দ আবদুস সালামকে পাচারের মামলাটি আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় পিবিআই। সালাম লিবিয়াতে আটক আছে নিশ্চিত হওয়ার পর তদন্ত কর্তৃপক্ষ বিদেশে থাকা মানব পাচারকারী চক্রের সদস্য নওয়াব আলীকে আইনগতভাবে চাপ দেয়। এর পর নওয়াব আলী পিবিআইর সহায়তায় পাচারের শিকার সালামকে দেশে ফেরত পাঠাতে বাধ্য হয়। গত শুক্রবার দেশে ফেরার পর ভুক্তভোগীকে রোববার আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

ইতালি পাঠানোর কথা বলে আব্দুস সালামের কাছ থেকে একই গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নওয়াব আলী ৪ লাখ টাকা নেয়। কিন্তু গত বছরের ২২ মার্চ লিবিয়ায় নিয়ে একটি বাসায় আটকে রাখে। এর কিছু দিন পর নওয়াব আলীকে অপরিচিত কিছু লোকের হাতে তুলে দেওয়া হয়। অপরিচিত ওই লোকেরা তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। এর পরও তারা ভুক্তভোগীকে মুক্তি দেয়নি। এ ঘটনায় চলতি বছরের ২ মে আদালতে মামলা হলে তদন্তের দায়িত্ব পায় পিবিআই।


 

আরও পড়ুন

×