ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রিভারাইন পিপল পাবনার উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপন

রিভারাইন পিপল পাবনার উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপন

ছবি- সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:৫৩

রিভারাইন পিপল পাবনার উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ‘আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার’ এই প্রতিপাদ্যে রোববার রাতে স্থানীয় দৈনিক সিনসা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

সংগঠনটির জেলা শাখার সভাপতি নদী গবেষক ড. মো. মনছুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, পাবনা ইছামতি নদীর জন্য বরাদ্দকৃত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। সুতরাং সঠিক এবং যথাসময়ে কাজটি সুসম্পন্ন হবে বলে আশা করি। ইছামতি নদী ছাড়াও পাবনার অনেক নদী এখন মরা নদী। এই সকল নদী ও নদীর পরিবেশ ফিরিয়ে আনতে রিভারাইন পিপলের প্রতি আমার সব ধরনের সহযোগিতা থাকবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। তিনি বলেন, ইছামতি নদী উদ্ধার হোক, এটা আমরা সবাই চাই। ইছামতি উদ্ধার হলে পাবনা শহর পরিবেশসম্মত একটি আধুনিক শহরে পরিণত হবে, এটা এখন দিবালোকের মতো পরিষ্কার।

বিশেষ অতিথির বক্তব্যে পাবনা জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী বলেন, নদী একটি জীবন্ত সত্তা। তাই শুধুমাত্র ইছামতি নদী নয়, পাবনার সকল নদী রক্ষায় সবাই মিলে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাদের হোসেন এবং সহকারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।

বিশ্ব নদী দিবসের ওপর আলোচনা রাখেন, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব, কৃষিবিদ জাফর সাদিক, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল করিম, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, অ্যাড. ফরহাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল মালেক, শিক্ষক মো. আব্দুস সাত্তার, সাংবাদিক শফিক আল কামাল, সাংবাদিক আব্দুল খালেক, পাবনা ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, নদীকর্মী ও কবি কামরুন নাহার, সাংবাদিক আলাউদ্দিন বিন কাশেম, সাংবাদিক হুমায়ুন রাশেদ, সাংবাদিক শিশির ইসলাম, শিক্ষক মাসুদ হাসান রনি, বিং হিউম্যান বাংলাদেশের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক সাইদুল ইসলাম, রাব্বি ইসলাম, সুলতান শেখ, সিয়াম হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন রিভারাইন পিপল পাবনার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক খালেদ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন রিভারাই পিপল পাবনার সাধারণ সম্পাদক এবং দৈনিক সিনসার সম্পাদক এসএম মাহাবুব আলম।

আরও পড়ুন

×