ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আদালত থেকে পালানো রিমান্ডের আসামি গ্রেপ্তার

আদালত থেকে পালানো রিমান্ডের আসামি গ্রেপ্তার

ছবি: সমকাল

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৮:৫১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৯:৪৫

শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি রাজু আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার শহরের নবীনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজু নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম।

এর আগে মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালত ভবনের হাজতখানা থেকে পালিয়ে যান রাজু। এর পর তাঁকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। আদালত পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, হাজতখানা থেকে কৌশলে পালিয়ে গিয়েছিলেন রাজু। তাঁকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, জাল টাকা হেফাজতে রাখা ও কারবারের অভিযোগে রাজুসহ নালিতাবাড়ীর ঘোগড়াকান্দি গ্রামের মো. শাহিন (২৭) ও নকলার ভুরদী গ্রামের আনোয়ার হোসেন বাবুকে (৬৫) মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। পরে তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ।

বিকেল ৪টার দিকে তিন আসামিকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যায় পুলিশ। এর কিছুক্ষণ পর রাজু ও শাহীন কৌশলে পালিয়ে যান। পরে আদালত প্রাঙ্গণেই গ্রেপ্তার হন শাহীন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাজত ইনচার্জ এসআই আবদুল বারীসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

×