ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

যুবদল-ছাত্রদল নেতাদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ

যুবদল-ছাত্রদল নেতাদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ

ছবি: সমকাল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১০:৩৯

জামালপুরের দেওয়ানগঞ্জে হাতীভাঙ্গা ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে মারধরের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল বুধবার হাতীভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা মঙ্গলবার সন্ধ্যায় কাঠারবিল বাজারে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন ধলা, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া ও সদস্য তারেককে মারধর করে। এতে আহত হয়ে তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বক্তারা দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। উপজেলা যুবদলও এর নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সমাবেশ শেষে সন্ধ্যায় কাঠারবিল বাজারে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
হাতীভাঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মধু মিয়া। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী যুগল, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সাখোয়াত হোসেন, কৃষক দলের সভাপতি অফিল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান প্রমুখ।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, মারধরের ঘটনায় অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×