ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সক্রিয় নেতাকর্মী প্রাণবন্ত বিএনপি

সক্রিয় নেতাকর্মী প্রাণবন্ত বিএনপি

ছবি-সংগৃহীত

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৪৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:২১

এক যুগেরও বেশি সময় ধরে দমন-পীড়নে কোণঠাসা ওসমানীনগর বিএনপির নেতাকর্মীরা সরব। দীর্ঘ সময় ধরে নিখোঁজ, বিএনপির আলোচিত কেন্দ্রীয় নেতা এম. ইলিয়াস আলীর কারণে বিশেষভাবে আলোচনায় রয়েছে ওসমানীনগর বিএনপি।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সাবেক আওয়ামী লীগ সরকারের চাপে দলের রাজনীতি থেকে রীতিমতো নির্বাসিত নেতাকর্মীর অধিকাংশই এখন সক্রিয়। তবে দীর্ঘ সময় পর মাঠে ফেরা দলীয় নেতাকর্মীরা যাতে বেপরোয়া কিছু না করেন সেজন্য দলীয় হাইকমান্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা জানিয়েছেন স্থানীয় শীর্ষ নেতারা।

আওয়ামী লীগ শাসনামলে হামলা-মামলায় জর্জরিত দলের নেতাকর্মীরা বলছেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্যদিয়ে নতুন করে রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের সুযোগ এসেছে। দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির কর্মী হিসেবে এ কাজে ভূমিকা রাখতে চান তারা। তৃণমূল থেকে রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কারের কাজ করা গেলে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব বলেও জানিয়েছেন অনেক নেতাকর্মী।

তারা জানান, বিগত সময়ে রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে রাজপথেও নামতে পারেননি বিএনপির নেতাকর্মীরা। দলটিকে জনবিচ্ছিন্ন করতেই এমন ব্যবস্থা করা হয়েছিল ক্ষমতাসীনদের পক্ষ থেকে। এখন সেই সমস্যা নেই। রাজনীতির মাধ্যমেই মানুষের আস্থা পুনরুদ্ধার করার পাশাপাশি আগামীর বাংলাদেশ নির্মাণে সামনে থেকে নেতৃত্ব দিতে কেন্দ্রের নির্দেশনা অনুসারে তৃণমূল থেকে কাজ করতে চান নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহ জানান, এক যুগেরও বেশি সময় ধরে তারা রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারেননি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনে থাকা তাদের পোষ্যরা পদে পদে বাধা সৃষ্টি করেছে। আওয়ামী সরকারের পতনের মধ্যদিয়ে দেশে রাজনৈতিক চর্চার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন তারা জনমুখী রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের স্বার্থে কাজ করে যেতে চান। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। শান্তপ্রিয় দল হিসেবে মানুষের জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য। এক্ষেত্রে দলীয় হাইকমান্ডের নির্দেশনা মানতে বাধ্য থাকবেন দলের প্রত্যেক নেতাকর্মী। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিশ্চিত করা হবে। জনস্বার্থ বিঘ্নিত করে এমন কোনো কাজ করতে পারবেন না স্থানীয় কোনো নেতাকর্মী।

আরও পড়ুন

×