ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মহানবীকে (সা.) ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

মহানবীকে (সা.) ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও মুসলিম জনতা। ছবি- শরিফুল ইসলাম তোতা

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৫৯

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও মুসলিম জনতা।

শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে সোনাদিঘীর মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ জানান। পাশাপাশি ভারতীয় সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান। এ সময় ভারত সরকারের উদ্দেশে হুঁশিয়ার উচ্চারণ করেন বক্তারা। প্রিয় নবীকে (সা.) কটূক্তিকারীদের ফাঁসির দাবিও জানান তারা।

এছাড়াও দৃশ্যমান ব্যবস্থা না নিলে বাংলাদেশে ভারতীয় সব পণ্য বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।

আরও পড়ুন

×