১৯ দিনে চুরি হয়েছে ২১ গরু-ছাগল, উদ্বেগ

ফাইল ছবি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২২:৩৩
নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলায় গবাদি পশু চুরি অস্বাভাবিক হারে বেড়েছে। ১৯ দিনে অন্তত ১৯টি গরু এবং দুটি ছাগল চুরির খবর পাওয়া গেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ করেও প্রতিকার মিলছে না বলে দাবি ভুক্তভোগী খামারি ও মালিকদের। ফলে উদ্বেগে রয়েছেন তারা।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পুলিশ পুরোপুরি সক্রিয় না থাকায় এ ধরনের ঘটনা বেড়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। রাণীনগরের কাশিনগর গ্রামের আইয়ুব আলীর ভাষ্য, তাঁর ছোট ভাই মঞ্জু আলী গোয়ালে গরু রেখে বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন সিঁধ কেটে বাড়িতে ঢুকে তিনটি গরু চুরি করেছে চোরের দল। গরুগুলোর দাম অন্তত সাড়ে ৩ লাখ টাকা।
গত ১৬ সেপ্টেম্বর উপজেলার একডালা গ্রামের জাহাঙ্গীর আলমের প্রায় দেড় লাখ টাকা দামের একটি গরু গোয়ালের তালা কেটে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও গরুর কোনো সন্ধান করতে পারেনি বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, কাশিনগরে গরু চুরির কথা শুনেছেন। তবে কেউ অভিযোগ দেয়নি। চুরি হওয়া গরু উদ্ধার ও চোর ধরার চেষ্টা চলছে।
গত ৯ সেপ্টেম্বর আত্রাইয়ের থাঐপাড়া গ্রামে এক রাতে তিন কৃষকের সাতটি গরু এবং দুটি ছাগল চুরির ঘটনা ঘটে। এর মধ্যে জাকির হোসেনের প্রায় দেড় লাখ টাকা দামের দুটি গরু ও ২০ হাজার টাকার দুটি ছাগল রয়েছে। এ ছাড়া রাজা আহম্মেদের ২ লাখ টাকা মূল্যের দুটি গরু এবং সাইদুর রহমানের একই দামের তিনটি গরু চুরি হয়।
এ ঘটনায় আত্রাই থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। জাকির হোসেন বলেন, চুরির ঘটনায় প্রায় ১৮ দিন অতিবাহিত হয়েছে। এখনও চোরাই গরু উদ্ধার কিংবা কাউকে ধরতে পারেনি পুলিশ।
আত্রাই উপজেলার দীঘির পার গ্রামের নিজাম উদ্দীন হাজির গোয়ালঘরের তালা কেটে গত ২৩ সেপ্টেম্বর আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ টাকা হবে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে গরু উদ্ধার বা চোর শনাক্ত করতে পারেনি।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবদ্দীন বলেন, চুরির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া গরু উদ্ধার এবং চোর ধরতে চেষ্টা চলছে।