ছাত্রলীগ কর্মীর হামলায় শ্রমিক নেতাসহ দুইজন আহত

ফাইল ছবি
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৩৭
পিরোজপুরের ইন্দুরকানীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ছাত্রলীগ কর্মীর হামলায় জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতা ও তাঁর স্ত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালাইয়া ওয়ার্ডের সভাপতি রমিজ সিকদারের জমি দখল করেন একই গ্রামের আবুল কালাম ও তাঁর দুই ছেলে স্থানীয় ছাত্রলীগ কর্মী নোমান ও জাহিদ। বৃহস্পতিবার রমিজ সিকদার ও তাঁর স্ত্রী ওই জমিতে কাজ করতে গেলে তাদের ওপর হামলা চালান নোমান ও তাঁর ছোট ভাই জাহিদ। এতে গুরুতর আহত হন রমিজ সিকদার ও তাঁর স্ত্রী মালেকা বেগম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রমিজ সিকদারের ছেলে ছাবরুল সিকদার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জোর করে কালাম সিকদার ও তাঁর ছেলে নোমান তাদের জমি দখল করেন। ঘটনার দিন বাবা ওই জমির কাছে গেলে তাদের ওপর হামলা করেন নোমান। এতে তাঁর বাবা- মা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নোমান ঘটনা অস্বীকার করে বলেন, তিনি রমিজ সিকদার ও তাঁর স্ত্রীকে মারধর করেননি। রমিজ সিকদারের সঙ্গে শুধু কথা কাটাকাটি হয়েছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- হামলা
- আহত
- পিরোজপুর
- ইন্দুরকানী