ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নড়াইলে বিএনপি ও ছাত্রদলের তিন নেতার  বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ 

নড়াইলে বিএনপি ও ছাত্রদলের তিন নেতার  বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ 

ফাইল ছবি

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৪২

নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ও জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক দলের কয়েকজন নেতাকর্মী। শুক্রবার বেলা ১১টায় নড়াইল শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য মো. জুয়েল জমাদ্দার। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি নেতা জুলফিকার আলী মণ্ডল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন। নড়াইল পৌরসভার মেয়র থাকাকালে কয়েক কোটি টাকার দূর্নীতি করেছেন। গত ৫ এপ্রিল নড়াইলে জেলা বিএনপির ইফতার পার্টিতে তিনি আর বিএনপির রাজনীতি করবেন না বলে ঘোষণা দিলেও গত ৫ আগস্টের পর আবার সক্রিয় হয়েছেন। তিনি আওয়ামী লীগের এক নেতাকে তাঁর বাসায় এক সপ্তাহ আশ্রয় দিয়েছিলেন এবং তাঁর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ঠান্ডা মাথার একজন চাঁদাবাজ। বিএনপির এই দুই নেতার ছত্রছায়ায় জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস ৫ আগস্টের পর নড়াইল সদর হাসপাতালের সামনে এবং নড়াইল পাসপোর্ট অফিসের সামনে দুটি দোকানঘর দখল করেন। তিনি শহরের রূপগঞ্জ বাজারের দুই ব্যবসায়ীর কাছ থেকে এবং জেলা আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে ১০-১২ লাখ টাকা চাঁদাবাজি করেছেন। এ ছাড়া মামলা বাণিজ্যেও জড়িত রয়েছেন ফরিদ বিশ্বাস। এ কারণে নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডেও এই তিন নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করেন তিনি। 

সংবাদ সম্মেলনে নড়াইল পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. গোলাম সর্দার, শ্রমিক দলের সদস্য তরিকুল জমাদ্দার, রেজওয়ানুল ইসলাম, আবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস জানান, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য প্রতিপক্ষ নানা অপপ্রচার চালাচ্ছে। 

জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল বলেন, তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি যদি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করতেন তাহলে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা এবং দু’বার বাড়ি ভাঙচুর হতো না। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ও জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তাই নিজ দলের একটি গ্রুপ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করছে।  


 

আরও পড়ুন

×