ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

তথ্য ও খবর যেন গুম করা না হয়: পিআইবি মহাপরিচালক

তথ্য ও খবর যেন গুম করা না হয়: পিআইবি মহাপরিচালক

শনিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৪০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৫৮

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, তথ্য জনগণের জন্য অধিকার। তথ্য লুকিয়ে রাখার মধ্য দিয়ে দুঃশাসন কায়েম হয়। উন্নয়নের ফাঁকি, পরিসংখ্যানের ফাঁকি গণমাধ্যম প্রকাশ করেছিল বলেই মানুষ বিগত সরকারের কুকর্ম সম্পর্কে জানতে পেরেছিল। তথ্য যাতে মানুষ জানতে না পারে- এজন্য তথ্য ও খবর গুম করা হয়েছিল। এগুলো যাতে আর না হয় সেজন্য আমাদের সজাগ থাকতে হবে।

শনিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ফারুক ওয়াসিফ বলেন, মানুষ যদি তথ্যের অধিকার পায়, তাহলে সেই তথ্য নিজেই জনগণের জন্য বিরাট শক্তি হয়ে ওঠে। যাবতীয় গোপন চুক্তি, গোপন কার্যকলাপ, জনগণের বিরুদ্ধে করা ষড়যন্ত্র, লুটপাটের খবর মানুষ যদি আরও আগে জানতে পারতো- তাহলে আরও আগেই মানুষের মুক্তি সম্ভব হতো। 

তিনি বলেন, তথ্যের অধিকারের বিষয়টি পাঠ্যপুস্তক, সরকারি প্রচার, সব জায়গায় ছড়িয়ে দেওয়া দরকার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তথ্যের অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা গেলে, তারাই তাদের পরিবার-সমাজের জন্য তথ্যের লড়াই চালিয়ে যেতে পারবেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত দিনগুলোতে রাষ্ট্রীয়ভাবে তথ্য কুক্ষিগত রাখার একটি সংস্কৃতি চালু হয়েছিলো। পরিবর্তিত পরিস্থিতিতে এই সংস্কৃতি থেকে রাষ্ট্র বেরিয়ে আসবে বলে আমরা আশাবাদী। স্বল্প সময়ের মধ্যে তথ্যের আবেদনকারী যাতে দ্রুত তথ্য পেতে পারেন তার উদ্যোগ নেওয়া জরুরি। আমরা চাই তথ্য আরও উন্মুক্ত হোক।
 
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। এছাড়া আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সাংবাদিক শেখ দিদারুল আলম, অধ্যাপক আনোয়ারুল কাদির প্রমুখ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।

রাজশাহীতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনের (২৮-৩০ সেপ্টেম্বর) প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা শুরু হয়। এতে অংশ নেন ৩৫ জন গণমাধ্যমকর্মী। 

প্রশিক্ষণে প্রথমদিনের ৫টি সেশন পরিচালনা করেন জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দীন এবং পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পারভীন সুলতানা রাব্বী। আগামী ৩০ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

আরও পড়ুন

×