৬ শতক জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

নিহতের স্বজনদের আহাজারি- সমকাল
গাইবান্ধা সংবাদদাতা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:২০
গাইবান্ধায় ছোট ভাইয়ের (বিমাতা ভাই) লাঠির আঘাতে বড় ভাই আব্দুল মমিন প্রধান (৬২) নিহত হয়েছে। শুক্রবার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানিগঞ্জ এলাকার নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
নিহত আব্দুল মমিন প্রধান সাহাপাড়া ইউনিয়নের নয়ন সুখ গ্রামের মৃত আলম উদ্দিন প্রধানের ছেলে। এ ঘটনায় তার ছেলে ছায়েল প্রধান সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে আব্দুল মমিন প্রধানের সঙ্গে তার দুই সৎ ভাই আমিরুল প্রধান ও আনোরুল প্রধানের মধ্যে ৬ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর আগে এই জমি নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বরদের নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও করা হয়। কিন্তু তাতে সমাধান হয়নি। এরই জেরে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আব্দুল মমিন প্রধানের সঙ্গে আবারও সেই জমি নিয়ে বাকবিতণ্ডা শুরু করেন তার দুই সৎ ভাই। একপর্যায়ে তাকে একা পেয়ে পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় স্বজোরে আঘাত করেন আনোরুল প্রধানের ছেলে আওলাদ মিয়া। এরপর তার আরেক সৎ ভাই আমিরুল প্রধান বড়ভাই আব্দুল মমিন প্রধানের পুরুষাঙ্গে বেশ কয়েকবার লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় মমিন প্রধানের ছেলে ছায়েল প্রধান তাকে উদ্ধার করতে আসলে তাকেও মারধর করা হয়। এছাড়া মমিনের ছেলের স্ত্রী রোকসানা বেগম সেখানে গেলে তার মুখমণ্ডলে আঘাত করা হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে দ্রুত মমিনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী নিহতের ছেলের স্ত্রী রোকসানা বেগম বলেন, ‘আমার সামনেই শ্বশুরকে প্রথমে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে আনারুলের ছেলে হাওলাদ। পরে আমিরুল পুরুষাঙ্গে সজোরে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। এই হত্যাকারীদের বিচার চাই।’
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন, এ ঘটনায় নিহতের ছেলে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
- বিষয় :
- গাইবান্ধা
- খুন
- ভাইয়ের হাতে ভাই খুন