ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উজানের ঢলে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

উজানের ঢলে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

ছবি- সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১২:২৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩৭

উজানের ঢলে রংপুরের কাউনিয়া পয়েন্টে আজ রোববার তিস্তার পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি না হলেও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার সন্ধ্যায় পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাত ১১টায় পানি বেড়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। আজ সকাল ৬টায় পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৩১ সেন্টিমিটার ধরা হয়।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, কাউনিয়া এলাকায় নদীর পানি বাড়ায় তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলে কিছুটা পানি বেড়েছে। এসব এলাকা প্লাবিত হলেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে নদীর পানির উচ্চতা কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। তবে উজানে তিস্তা ব্যারাজ পয়েন্টে সেই অনুপাতে পানি বাড়েনি। সেখানে আজ সকাল ৬টায় বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। ওই পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে যাওয়ার আশঙ্কায় রংপুরের তিস্তা তীরবর্তী কাউনিয়া, পীরগাছা ও গঙ্গাচড়া এলাকার নদীপারের মানুষ সতর্ক অবস্থায় আছেন।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না সমকালকে জানান, উজানে ঢলে নদীতীরবর্তী নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। নদীপাড়ের মানুষজনকে সাবধানে থাকতে বলা হয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘পানি বাড়লেও এই পানি নেমে যাবে।’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নদীর পানির সমতল হ্রাস পেয়ে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন

×