ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই; নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই; নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৫৭

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীতীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আজ সকাল ছয়টায় লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুর ১২টায় ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কাউনিয়া পয়েন্টে তা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীর পানি বাড়ায় বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মহিষখোচা ইউনিয়নের ৫টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে যাওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। 

এদিকে চারদিনের টানা বৃষ্টিতে তিস্তার চরে কৃষকের ফসল তলিয়ে গেছে। ধান, মরিচসহ বিভিন্ন ফসলের খেত তলিয়ে গেছে। 

নদীর পানি বৃদ্ধিতে লালমনিরহাট জেলার পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, সিন্দুনা, ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, কালীগঞ্জের ভোটমারী, তুষভান্ডার, কাকিনা, আদিতমারীর মহিষখোচা ও সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের নদী তীরবর্তী চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনিল কুমার রায় জানান, বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিপাতের কারণে নদীর তীরবর্তী এলাকায় পানি উঠেছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি নিয়ে রেখেছে।


 

আরও পড়ুন

×