ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ছাত্র আন্দোলনে নিহত হৃদয় তরুয়ার বাড়িতে পবিপ্রবির উপাচার্য

ছাত্র আন্দোলনে নিহত হৃদয় তরুয়ার বাড়িতে পবিপ্রবির উপাচার্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার বাড়িতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্মকর্তারা

পবিপ্রবি সংবাদদাতা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা।

রোববার বেলা ৩টার দিকে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় হৃদয় চন্দ্র তরুয়াদের ভাড়া বাসায় এসে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন হৃদয়ের বাবা রতন চন্দ্র তরুয়া, মা অর্চনা রানী ও বোন নিতু রানী। শিক্ষকরা তাদের হাতে নগদ অর্থ তুলে দেন। বোনের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির আশ্বাস দেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের কাঠমিস্ত্রি রতন চন্দ্র তরুয়া ও অর্চনা রানী দম্পতির সন্তান। তারা জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করছেন। 

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক আবদুল লতিফ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, অধ্যাপক জামাল হোসেন, অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মামুনুর রশীদ, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক,  ডেপুটি রেজিস্ট্রার ইমরান হোসেন, প্রধান খামার তত্ত্বাবধায়ক আরিফুর রহমান নোমান প্রমুখ।

পরিবার সূত্রে জানা যায়, ১৮ জুলাই সন্ধ্যায় টিউশনি করে ফেরার পথে চট্টগ্রামের চাটগাঁ আবাসিক এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে ছিলেন হৃদয়। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে তিনি হঠাৎ গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৩ জুলাই ভোরে মারা যান তিনি।
 

আরও পড়ুন

×