ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চলন্ত ট্রেন থেকে পড়ে নিখোঁজ আজমির বাড়ি ফিরছে

চলন্ত ট্রেন থেকে পড়ে নিখোঁজ আজমির বাড়ি ফিরছে

নানা জানে আলমের সঙ্গে শিশু আজমির

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২০:০০

চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশু আজমির হোসেন (১১) সোমবার বাড়ি ফিরে গেছে। নানা জানে আলম তাকে নিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাদিনগর গ্রামে রওনা হয়েছেন। 

শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় লোকমানপুর স্টেশনের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় আজমিরকে। ঠিকানা বলতে না পারায় গণমাধ্যম কর্মীসহ স্থানীয় কয়েক যুবক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

জানে আলম জানান, আড়াই মাস বয়সে আজমিরের বাবা-মায়ের বিয়ে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনিই তার দেখভাল করে আসছেন। ২০ দিন আগে সে বাড়ি থেকে বের হয়। এর পর আর ফেরেনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন বাগাতিপাড়ায় হাসপাতালে আছে সে। 

গণমাধ্যম কর্মী সুইট, স্থানীয় যুবক স্বপন  মিলন ও রিপন জানান, গত ২৮ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে লোকমানপুর রেলস্টেশনের পশ্চিম দিকে নর্থবেঙ্গল সুগার মিলের কৃষ্ণাকৃষি খামার এলাকায় পড়ে যায় আজমির। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়। ঠিকানা জানতে চাইলে সে জানায়, তার বাবার নাম রাজু ও মায়ের নাম জান্নাত আক্তার। তাদের বাড়ি ঢাকার মৌচাক এলাকার বুজগার্ডেনে। এ তথ্যের ভিত্তিতে পরিবারের সন্ধান করতে থাকেন তারা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়। জানতে পেরে তার নানা জানে আলম রোববার বাগাতিপাড়ায় আসেন। সোমবার আজমির তার নানার সঙ্গে নোয়াখালীর উদ্দেশে রওনা হয়।


 

আরও পড়ুন

×