শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মনিরামপুরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪ | ২০:৩৮
যশোরের মনিরামপুরে এক শিক্ষকের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার তাদের কর্মসূচি পালনকালে সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের বাড়িতে গত সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাঁকে মারধর করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শিক্ষক হামলার ঘটনায় সহকারী প্রধান শিক্ষক দিদার আলমকে দায়ী করেছেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও সুন্দলপুর বাজারে মানববন্ধন করে। পরে যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন মানুষ।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দোষীকে শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ।