ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সিলেটে ফয়জুল করীম

আর কোনো লুটপাটকারী ক্ষমতায় যেন আসতে না পারে

আর কোনো লুটপাটকারী ক্ষমতায় যেন আসতে না পারে

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ০২:৫৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এবার এ দেশকে নতুন করে সাজাতে হবে। খেয়াল রাখতে হবে, এক লুটপাটকারীর বিদায়ের পর আর যেন কোনো লুটপাটকারী ক্ষমতায় আসতে না পারে। দেশকে সুন্দর করে সাজানোর জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত সৎ ও আদর্শবান শাসকের। যারা হবে আল্লাহ ভীরু, চরিত্রবান, মেধাবী, দক্ষ ও সাহসী। 

মঙ্গলবার নগরীর কোর্ট পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, বিগত সরকারের দুর্নীতি যেমন ছিল নজিরবিহীন, তেমনি গুম, খুন ছিল তাদের দেশ পরিচালনার নীতি। তারা শুধু খুনি ছিল না, তারা ছিল ভয়ংকর খুনি। এক দুটা নয়, অসংখ্য গণহত্যার নেতৃত্ব দিয়েছে তারা। লুণ্ঠন, চুরি, ডাকাতি ও টাকা পাচারে তারা ছিল বিশ্বসেরা। বিদেশে তাদের একেকজনের রয়েছে শতাধিক বাড়ি। লুটপাটের মহোৎসবে মেতেছিল তারা। সীমাহীন দুর্নীতি করে দেশের সবকিছু লুটপাট করে খেয়েছে তারা। তাই সব গণহত্যা, গুম, খুন ও টাকা পাচারকারীদের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা ও আলেম-ওলামাদের সাহসী অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অথচ আলেম-ওলামারা বর্তমানে বৈষম্যের শিকার। মাদ্রাসার ছাত্ররা ইসলামী শিক্ষায় উচ্চ শিক্ষিত হওয়ার পরও বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারছে না, এটা চরম বৈষম্য। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ইমাদ উদ্দিনের পরিচালনায়  গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক  রেজাউল করিম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহসভাপতি ইউসুফ আহমদ মানসুর প্রমুখ।

আরও পড়ুন

×