ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বকেয়া বেতনের দাবি

পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

পোশাক শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সড়কে শ্রমিকদের বিক্ষোভ। ছবি-সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ১২:৩৭ | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ | ১৩:২৩

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড নামক একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বুধবার সকাল থেকেই বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে। ফলে মহাসড়কের দুই পাশে অবরোধ থাকার ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। 

পুলিশ জানায়, গত আগস্ট মাসের বেতন ১২ সেপ্টেম্বর পরিশোধ করার কথা থাকলেও দফায় দফায় তারিখ নির্ধারণ করে যাচ্ছে কারখানা কর্তৃপক্ষ। এদিকে গত ১৭ দিন যাবত কারখানার উৎপাদন কাজ বন্ধ থাকায় শ্রমিকরা কারখানায় এসেও আবার ফিরে যাচ্ছেন। মঙ্গলবার সকালে কারখানার ভেতরে দিনব্যাপী বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেয় শ্রমিকরা। এসময় কারখানা কর্তৃপক্ষের সারা না পেয়ে বুধবার সকালে সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। গত কয়েকদিন ধরেই গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিলেও গত দুইদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবরোধ করে আন্দোলন করছে। ফলে চন্দ্রা-নবীনগর সড়কে গত দুইদিন ধরে শ্রমিক অসন্তোষের কারণে যানজট লেগে রয়েছে। 

সকালে খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ, শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বললেও ১১টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি। 

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি তবে এখন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসেনি। 

আরও পড়ুন

×