হত্যার হুমকি-চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

ফাইল ছবি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ২০:৪২
ধানের শীষের নির্বাচনী প্রচারণায় হামলা, হত্যার হুমকি ও চাঁদাবাজি মামলায় সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আউয়ালসহ চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার দুপুরে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন– উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শিক্ষক (অবসরপ্রাপ্ত) সঞ্জয় কুমার সাহা ও আওয়ামী লীগের সদস্য আদেশ আলী সরদার।
মামলা থেকে জানা যায়, ২০১৮ সালের ৯ ডিসেম্বর রাখালগাছা বাজারে সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, হত্যাচেষ্টা ও চাঁদা দাবি করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৫ সেপ্টেম্বর সিংড়া থানায় মামলাটি করেন তাজপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রধান আসামি করা হয়। এ ছাড়া ১৪ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার চারজনই এ মামলার অজ্ঞাতনামা আসামি বলে পুলিশ জানিয়েছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- হত্যার হুমকি
- চাঁদাবাজি মামলা
- গ্রেপ্তার
- নাটোর
- সিংড়া