ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিলেটে অটোরিকশা চালক খুনের মামলায় ৫ আসামির ফাঁসি

সিলেটে অটোরিকশা চালক খুনের মামলায় ৫ আসামির ফাঁসি

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪ | ১৮:১৬ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ | ১৮:২৫

সিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশা চালক হযরত আলী হত্যা ও অটোরিকশা ছিনতাই মামলায় পাঁচ জনের ফাঁসি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুরের রওশন আলীর ছেলে শহিদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের বাদশা মিয়ার ছেলে সুমন আহমদ, দক্ষিণ সুনামগঞ্জের ফজলুল বারীর ছেলে শিপু মিয়া, দক্ষিণ সুনামগঞ্জের মাসুক মিয়ার ছেলে জাকারিয়া মুন্না এবং দক্ষিণ সুনামগঞ্জের হরমুজ আলীর ছেলে মো. রুহুল আমিন। দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলা বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৭ আগস্ট সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীর নগর গ্রামের বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক হযরত আলীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত আসামিরা অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার পর দিন নিহতের ভাই শুক্কুর আলী বিয়ানীবাজার থানায় মামলা করেন। ঘটনার প্রায় ১১ বছর পর আদালত এ রায় দেন।

মামলার রায়ে খুশি বলে জানান, নিহতের ভাই শুক্কুর আলী। তিনি জানান, আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তিনি পলাতক খুনীদের গ্রেপ্তার করে দণ্ড কার্যকর করার দাবি জানান।

রাষ্ট্রপক্ষের কৌশলী আব্দুস সাত্তার বলেন, এই রায় সিলেটবাসীর জন্য মাইলফলক হয়ে থাকবে। বিজ্ঞ আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

আরও পড়ুন

×