ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

রাউজানে ছাত্রদল নেতাদের হত্যাচেষ্টা, আসামিদের গ্রেপ্তার দাবি

রাউজানে ছাত্রদল নেতাদের হত্যাচেষ্টা, আসামিদের গ্রেপ্তার দাবি

নগরীর দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ছবি: সমকাল

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪ | ২১:২৬

চট্টগ্রামের রাউজানে দুই ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর করে মৃত ভেবে নদীর চরে ফেলে যাওয়ার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আজ বৃহস্পতিবার নগরীর দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানান তারা। সভায় বক্তারা বলেন, হত্যাচেষ্টার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের নামে মামলা করার পরও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেপ্তার করছে না। সন্ত্রাসীরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। 

গত ২৮ সেপ্টেম্বর রাউজানের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। মারধর করে মৃত ভেবে পিছমোড়া অবস্থায় হাত ও চোখ বেঁধে কর্ণফুলী নদীর চরে ফেলে চলে যায়।

প্রতিবাদ সভায় বিএনপি নেতারা বলেন, রাউজানের মানুষ গত দুই দশক স্বৈরাচারী আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাছে জিম্মি ছিল। ছাত্র-জনতার রক্তঝরা বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে। এর ধারাবাহিকতায় দখলদার স্বৈরাচার সাবেক এমপি ফজলে করিমের পালিত সন্ত্রাসীর হাত থেকে রাউজানের মানুষ মুক্তি পেয়েছে। রাউজানকে শান্তির জনপদ হিসেবে প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে জয়নাল আবেদীন সোহেল ও সাজ্জাদ হোসেন ছাত্র যুবকদের সংগঠিত করছিল, সেই সময় স্বৈরাচারের দোসর সন্ত্রাসী ও চাঁদাবাজরা তাদের অপহরণ করে নদীর চরে নিয়ে হত্যার চেষ্টায় চালায়। তাদেরকে হাত পা বেঁধে অর্ধমৃত অবস্থায় ফেলে যায়।

উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন ইরফানের সভাপতিত্বে ও সদস্যসচিব সাফায়েত হোসেন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন, বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুল আলম জনি, পৌর বিএনপির আহ্বায়ক আবু মোহাম্মদ, পৌর বিএনপির সদস্যসচিব ইফতেখার উদ্দিন খান ও পৌরসভা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন চৌধুরী।

আরও পড়ুন

×