পা পিছলে ঝরনার কূপে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

ফাইল ছবি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪ | ১৮:৩৪
চট্টগ্রামের মিরসরাইয়ে পা পিছলে ঝরনার কূপে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ওয়াদেহপুর ইউনিয়নের ছোট কমলদহ রূপসী ঝরনায় এ ঘটনা ঘটে। মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল পরে তাদের মরদেহ উদ্ধার করে।
মৃত মুশফিকুর রহমান আদনান (২১) মাদারীপুর জেলার আতিকুর রহমানের ছেলে এবং মাহবুব রহমান মোস্তাকিন (২১) লক্ষ্মীপুর জেলার প্রয়াত মুরাদ হোসেনের ছেলে। তাদের মধ্যে মুশফিক রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটিতে এবং মাহবুব নারায়ণগঞ্জ সরকারি কলেজে স্নাতক ১ম বর্ষে পড়তেন। দু’জনই থাকতেন নারায়ণগঞ্জ এলাকায়।
তাদের সঙ্গে থাকা আছিফুর রহমান জানান, তারা ১৩ জনের একটি দল নিয়ে শুক্রবার ভোরে রূপসী ঝরনায় বেড়াতে যান। পাহাড়ে ঘোরাঘুরি শেষে সকাল ৯টার দিকে ঝরনায় গোসল করতে গিয়ে পা পিছলে মুশফিক ও মাহবুব কূপে পড়ে যান। স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি করে না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে মিরসরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, তাদের ডুবুরি দলের দুটি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টা কূপে তল্লাশি চালিয়ে দু’জনের লাশ পায়।
ঘটনাস্থলে থাকা নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মোমিন হোসেন জানান, কূপের পাড়ে পাথরগুলোতে শেওলা জমে পিচ্ছিল হয়ে ছিল। এতে পা পিছলে ওই দুই পর্যটক কূপে পড়ে যান।
মিরসরাই থানার ওসি আব্দুল কাদের জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে স্বজনদের লাশ বুঝিয়ে দেওয়া হবে।
- বিষয় :
- চট্টগ্রাম
- মৃত্যু
- মিরসরাই
- শিক্ষার্থী