ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

৩৯ কোটি টাকা ঋণখেলাপি

হাবিব গ্রুপের তিন পরিচালকের জেল, পরোয়ানা জারি

হাবিব গ্রুপের তিন পরিচালকের জেল, পরোয়ানা জারি

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ২০:২৪

চট্টগ্রামে ৩৯ কোটি টাকার ঋণখেলাপি মামলায় হাবিব গ্রুপের তিন পরিচালককে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম অর্থঋণ আদালতের জজ মুজাহিদুর রহমান এ রায় দেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

দণ্ডিতরা হলেন হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিয়াম’স সুপারিয়র লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, এমডি ইয়াছিন আলী ও পরিচালক তানভীর হাবিব। তারা নগরীর চকবাজার জয়নগর এলাকার পাম্ব প্যালেসের বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এসব তথ্য জানিয়েছেন। খেলাপি ঋণ আদায়ে ২০২৩ সালে এবি ব্যাংক নগরের আগ্রাবাদ শাখা মামলা করে। গত ৪ মার্চ ডিক্রি জারি করে আদালত খেলাপিদের ৩৫ কোটি ৬৫ লাখ টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধে নির্দেশ দেন। নির্ধারিত সময় অর্থ পরিশোধ না করায় ব্যাংক ডিক্রি হওয়া অর্থ ১২ শতাংশ সুদসহ ৩৯ কোটি ১৭ লাখ টাকা আদায়ে অর্থঋণ জারি মামলা করে।

এ ঋণের বিপরীতে কোনো সম্পদ বন্ধক বা জামানত ছিল না। খেলাপিরা গত এক বছর ধরে কোনো অর্থ পরিশোধ করেননি। আইন অনুযায়ী খেলাপিদের বিরুদ্ধে ব্যাংকের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে শুনানি শেষে তাদের ৫ মাসের কারাদণ্ড দিলেন আদালত।

আরও পড়ুন

×