যশোরেশ্বরী কালীমন্দিরে মুকুট চুরির সঙ্গে দুর্গাপূজার সম্পর্ক নেই, বললেন ডিআইজি

ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪ | ০১:৫৯ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ | ০১:৫৯
যশোরেশ্বরী কালীমন্দিরের চুরি যাওয়া স্বর্ণের মুকুট চুরির সঙ্গে দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক।
শুক্রবার রাতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই মন্দিরে স্থানীয় দু'টি পক্ষের বিরোধ রয়েছে। একটা শ্রেণি ওই মন্দির নিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্থানীয়ভাবে কিছু তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে অন্যকিছু জড়িত রয়েছে। বিষয়গুলো নিয়ে পুলিশ অনুসন্ধানে কাজ করছে। দেশবাসী একটু অপেক্ষা করেন, দ্রুতই সবকিছু পরিষ্কার করা হবে।
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি আরও বলেন, সিসিটিভি থেকে আমরা দেখেছি চোরটির বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। চোরটি সুকৌশলে কালি মন্দিরের ভেতরে ঢুকে প্রতিমার পেছন থেকে চুরির কাজটি করেছে। ব্যক্তিটাকে ক্যামেরার মাধ্যমে চেনা যাচ্ছে। তবে তার নাম ঠিকানা এখনও পায়নি।
তিনি বলেন, আমরা যেটা মনে করছি- সমাজে কিছু খারাপ মানুষ থাকে। যারা আমাদের উৎসবকে বাধাগ্রস্ত করার জন্য এই কাজটি করেছে। এখন ঘরে ঘরে দুর্গাপূজার উৎসব চলছে, আর যে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে সেটা কালি মন্দিরে। ফলে দুর্গাপূজার সঙ্গে চুরির কোনো সম্পর্ক দেখছি না। বিষয়টি নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি, আশা করি দ্রুত চোরকে চিহ্নত করতে পারবো এবং মুকুটটি উদ্ধার করতে পারবো।
পুলিশের খুলনার ডিআইজি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় খুলনা রেঞ্জের সকল পূজা মন্ডপগুলোতে পরিবেশ ভালো আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
এর আগে ডিআইজি শহরের লালদীঘিস্থ হরিসভা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদ, যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশন অধ্যক্ষ জ্ঞানপ্রকাশানন্দ, জেলা পূজা পরিষদের সভাপতি দিপঙ্কর দাস রতনসহ পুলিশ ও পূজা পরিষদের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুটটি চুরি হয়ে গেছে। গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে অবস্থিত মন্দিরে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুটটি এখনও উদ্ধার হয়নি। এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। চুরির ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি।
এদিকে রাতে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির নেতাকর্মীরা পূজা মন্ডপ পরিদর্শন করেন।