ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নেত্রকোনায় বন্যার্তদের পাশে ৩০তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন

নেত্রকোনায় বন্যার্তদের পাশে ৩০তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন

বন্যাকবলিত এলাকায় নৌকায় করে ত্রাণ বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪ | ১৮:০৯ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ | ১৯:৫২

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০তম বিসিএস (প্রশাসন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার বিকেলে নৌকায় করে উপজেলার রায়পুর ইউনিয়নের রত্নপুর ও সেমিয়া গ্রামের ১২২ পরিবারের মাঝে লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণ করা ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, এক কেজি আলু, আধা কেজি করে চিনি, আধা কেজি মশুর ডাল, মরিচের গুড়ো এক প্যাকেট, এক প্যাকেট হলুদের গুড়া, দুই পিস করে মোমবাতি, এক পিস গ্যাসলাইট, পাঁচ পিস স্যালাইন, এক কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক প্যাকেট লবন ও আধা কেজি করে সয়াবিন তেল রয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি, বারহাট্টা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ খান, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রাজুসহ অন্যরা ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ৩০তম বিসিএস (প্রশাসন) অ্যাসোসিয়েশনের উদ্যোগে বারহাট্টার ১২২ পরিবারের লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় উদ্যোগে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, দেশের যে কোনো দুর্যোগে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। এ ধরনের সামাজিক উদ্যোগ সব সময় অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×