ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জনসেবায় ঐক্যবদ্ধ ৬৫টি সংগঠন

ঝোপঝাড়, যাত্রী ছাউনি স্বেচ্ছাশ্রমে পরিষ্কার

ঝোপঝাড়, যাত্রী ছাউনি স্বেচ্ছাশ্রমে পরিষ্কার

বড়লেখার চান্দগ্রাম-মৌলভীবাজার সড়কে চলছে পরিচ্ছন্নতা কর্মসূচি সমকাল

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪ | ২৩:১৩

বিভিন্ন বয়সী মানুষ। সবাই এক সঙ্গে কাজ করলেন স্থানীয় জনগুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কারে। ঝোপঝাড় কেটে দৃশ্যমান করা হলো ১০ কিলোমিটার রাস্তা। যাত্রী ছাউনি পরিষ্কার করে রাঙানো হলো নতুন রঙে।
এভাবেই চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের দীর্ঘ এই অংশের পরিচ্ছন্নতা ও যাত্রী ছাউনি সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে ৬৫টি সংগঠন। তাদের কেউ ঝোপঝাড় কেটে পরিষ্কার করছেন। কেউবা গাছের ডালপালা ছেঁটেছেন। তাদের একাংশ সড়কের পাশের পরিত্যক্ত যাত্রী ছাউনি পরিষ্কার করে তাতে দিয়েছেন নতুন রঙের ছোঁয়া।
শনিবার থেকে এই কার্যক্রম পরিচালনা করেন তারা। তাদের এমন পদক্ষেপ প্রশংসিত হচ্ছে এলাকাজুড়ে। মূলত বড়লেখা উপজেলার ৬৫টি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গঠিত বড়লেখা উপজেলা সামাজিক সংগঠন অ্যাসোসিয়েশনের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে সড়কের দুই পাশের ঝোপঝাড় কেটে পরিষ্কারের এই উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে সড়কের উভয় পাশের প্রায় ১০ কিলোমিটার এলাকা পরিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে প্রায় সাতটি পরিত্যক্ত যাত্রী ছাউনি পরিষ্কার করে রং করেছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এতে করে একদিকে সড়ক আগের চেয়ে যেমন প্রশস্ত হয়েছে তেমনি মানুষজন নিরাপদে চলাচল করতেও পারছেন।
উপজেলার সংগঠনগুলোকে এক কাতারে এনে জনসেবায় কাজ করার এই উদ্যোগ নেন ব্যবসায়ী জাবেদ আহমদ। তাঁর সঙ্গে স্থানীয় ব্যবসায়ী আবু হানিফ ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াদুদ আদনান এগিয়ে আসেন। পরবর্তীতে শিক্ষক রেজাউল করিম মিন্টু ও প্রভাষক তারেক আহমদকে সঙ্গে নিয়ে তারা এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে মাঠে নামেন। ৮ জন উপদেষ্টা ও ১১ জন সমন্বয়ককে দেওয়া হয় দায়িত্ব।
সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের দুই ধার ঝোপঝাড়ে ভরে যাওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়। কোথাও কোথাও বাঁশঝাড় এবং গাছের ডালাপালা সড়কের ওপর এসে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সড়কের বিভিন্ন বাঁক। সেগুলো পরিষ্কার করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনগুলো।
১৫ সেপ্টেম্বর উপজেলা সামাজিক সংগঠন অ্যাসোসিয়েশনের এক সভা হয়। এতে উপদেষ্টা শিক্ষক রেজাউল করিম মিন্টু চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ঝোপঝাড় পরিষ্কারের প্রস্তাব করেন। এতে সবাই সমর্থন দেন।  
শিক্ষক অপু ইসলাম জানান, আগে যাত্রী ছাউনিগুলোও প্যরিত্যক্ত ও অপরিচ্ছন্ন ছিল। যাত্রীদের বসার মতো পরিবেশ ছিল না। এখন এগুলো পরিষ্কার করে রং দেওয়া হয়েছে। মূল উদ্যোক্তা ব্যবসায়ী জাবেদ আহমদ জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা। সবাই মিলে যেন সংকটে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেটাই লক্ষ্য।
সংগঠনের উপদেষ্টা তারেক আহমদ জানান, ২৮ সেপ্টেম্বর থেকে তারা কাজ শুরু করেছেন। এই কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা জানান, বড়লেখা উপজেলার সামাজিক সংগঠন অ্যাসোসিয়েশনের কার্যক্রম তিনি দেখেছেন। বিভিন্ন সংগঠনকে এক করে তাদের নিয়ে কাজ করা দারুণ ব্যাপার।

আরও পড়ুন

×